উদাস বাউল সুরে,
মেঘের দেশে ঐ দূরে
মন যায় আমার উড়ে
এই তো আছি বেশ।
এই তো আছি বেশ,এই তো আছি বেশ
এই তো আছি বেশ।
সাকীন হারিয়ে
তালুক ছাড়িয়ে
আনন্দে ঘুরি আমি
ফেরার আশা ছেড়ে
এই তো আছি বেশ ।
এই তো আছি বেশ,এই তো আছি বেশ
এই তো আছি বেশ ।
খেয়াল পোকা যখন আমার
মাথায় নড়ে চড়ে
ভাসাই আমার মনের ডিঙ্গা
অকুল পাথারে ।
কোনো এক অচীনপুরে,
যেথা মাতাল সমীরে,
অলীক সুখের ঘরে,
আমার মনটা থাকে পড়ে।
এই তো আছি বেশ,এই তো আছি বেশ
এই তো আছি বেশ ।
_____________________________
এইটাতে গান আকারে সুরারোপও করেছি, "ঐ যে নীল সুদূরে "
এ্যালবামে কণ্ঠ দিয়েছেন শিল্পী তাপস রায় ।