সাতসকালে নীল আকাশে,      সূয্যিমামার ঐ ছটা
               আলোর কিরণ গেয়ে ওঠে গান
    শালবনের চূড়ো জুড়ে,         মৌনীবাবার ঐ জটা
                আবির রাঙ্গা উদয় আলোর বান
মাছের খোঁজে,পাঁকের মাঝে,   নদীর পাড়ে,যায় যে রাত
                ব্যস্ত জেলে জিওল কামনায়
দিনের আলো,ফোটার আগে,     ধরতে হবে, পয়লা হাট
                 বাঁধতে হবে রশি ডিঙাটায়
  ঘুম আমার, ভাঙলো ওরে,      প্রভাত পাখীর সাধনায়
                  মাটীর ঘরে খরের মাচায়
  দিগন্তের ঐ পার ঘেঁসে,         শুকতারার  ঐ আকাশে  
                    ভাবনা আমার ইতিউতি চায়
   মাঠের পানে গেল চাষা,       রাখাল গেল গাই নিয়ে
                    হাঁসগুলো সব, গেল পুকুর পানে
   রাখালিয়া বাঁশীর সুরে,       ব্যাথার বীণ মন কাড়ে
                    আমি যাব কোন সীমানার টানে
   সাদা পালের নৌকা ভাসে,         দরিয়ার ঐ মাঝখানে
                  যাবে তারা সাত সমুদ্দুর পানে
   আমি যাব কোন চুলোয়,      আমায় নেবে কোনজনে
                   সুদূর যে হাতছানি দেয় প্রাণে
   উদয় ভানুর, সাদা কিরণ,         ঘন গাছের বুক চিরে
                    চিলতেে আলো, চিকচিকিয়ে সরে
   পাতা ঝরা মর্মরেতে,        শাল পিয়ালের মাঝখানে
                     আলোছায়া লুকোচুরি করে
  আমার খেলা কার সনে         আমায় নেবে কোন জনে
                    চাপা কান্না জাগে আমার মনে ।
   পশ্চিমেতে চাঁদের ভেলা          হল সময় বিদায় বেলা
                      ব লে,চল তুমি আমার সনে
   ----------------------------------------------

  --------------------------------------------------