ভাঙা কুলো, ফেলতে ছাই,
উড়িয়ে দিলাম তাই,
আমার কবিতাগুলো,
অজানার উদ্দেশ্যে,
আনমনা মেঘের পাশে
প্রেম হয়ে উঠবে ভেসে,
পড়বে বরষে,পরম আবেশে,
তোমার কোলে,
ইচ্ছে হলে লুফে নিও তাকে,
কাপড় ফেলে।
অভিমানের ফানুস,
চলে গেছে দূরে, বহুদূরে
দিগন্ত রেখা ধরে,
পড়বে ফেটে,অন্য কোথাও,
অন্য কোনখানে
হয়ে যাই চল,প্রেমপূজারী,
রাগের সাথে করে আড়ি,
কবিতার সাথে খেলি,
টুকি,টুকি লুকোচুরী।
________________
_____________