আমি শুধু জানি চলতে হবে আমায়
শেষ দেখা দেখতে চলতে হবে আমায়
কতটা পথ চললে মিলবে এর শেষটা
কতদিন ধরে চললে পাব শেষের শেষটা
পাব কিনা জানিনা সাম্য মৈত্রী সহায়তা
নাকি ক্রুর অসত্য অসাড় পঙ্গু মানবতা
অজানাতেই চলতে হবে পাথেয় হবে বিশ্বাস
হোক ক্লান্তি হোক শ্রান্তি মারনঘাতী দীর্ঘশ্বাস
হয়তো বা সম্মুখে আছে মারণমুখী ঘাত
হয়তো বা পেরতে হবে নিশ্ছিদ্র অমা রাত
হয়তো হোঁচোট খেতে হবে প্রতি পদে পদে
হয়তো পিছলে পড়তে হবে অতল এক খাদে
নিশ্চিত আমি,শেষে আছে  পারের খেয়াঘাট
দিন আসবেই অব্যর্থ শেষ হবে কালোরাত
তাই চলতে হবে,চলতেই হবে দৃঢ় নিশানায়
আলোপাগোল মাতাল মন পথ দেখাবে আমায় ।।
------------------------------------------