চাষার শ্রাবণ উচাটন মন
আমাদের মত নয়
শ্রাবণ ওদের মরণ বাঁচন
জয় বা পরাজয়
শ্রাবণ ওদের ভাগ্যদেবতা
কি হবে বরাত তার
বরুণদেব কি হবে সহায় ?
না কি পড়ে খাবে মার
শ্রাবণের ধারা হলে ভাল
চাষা দেখে আশার আলো
শুখা জমিন মেটায় তৃষা
পোয়াতি হবার পায় দিশা
প্রসব করবে আউশ ধান
চাষার হাসিতে খুশীর বান
তা যদি না হয়ে , হয় খরা
গতি নেই তার মরণ ছাড়া
তাই ইশ্বর বাঁচাও সেই
মাঠের কারিগরকে
জগৎ বাঁচলে বাঁচবে তুমিও
জয়ধ্বনি পাবে ঢাকে
------------------------