( ১ )
ভালবাসাকে যত্নে রাখো,
ঠান্ডা মেশিনে।
যাতে না আবার টকে যায়,
অল্প কয়দিনে।।
____
( ২ )
গালে আগে টোল ছিল,
অনেক জ্বালিয়েছে।
সেই টোল ডোবা এখন,
পানা জমেছে।।
____
( ৩ )
বুকেতে ছিল ফুলের চাষ,
সূর্য্যমুখী ফুল।
ভূমিমুখী, সেই ফুল এখন,
ফুল হয়েছে দুল।।
____
( ৪ )
চোয়ালে চোয়ালে ঠোকাঠুকি,
অহরহ এখন লেগে।
আমায় মারে বাণ যখন,
বেদম ভীষণ রেগে।।
____
( ৫ )
প্রেমের কাঠি চুষে পেট,
ভরেছে অম্লরসে।
ঠোঁটগুলো গেছে ঝুলে,
ঘা হয়েছে কসে।।
____
( ৬ )
খুনসুটি হারিয়ে গেছে,
মিলনেতে দাড়ি।
কাজের সময় খুব ভাব,
শোয়ার সময় আড়ি।।
____
( ৭ )
কিন্তু যদি স্বাদ ফেরাতে,
অন্যদিকে তাকাই।
মরা বাপের শ্রাদ্ধ দেবে,
চরিত্রেতে ছাই।।
______