সকাল সন্ধ্যা দুই ভাই
অন্ধকূপে ঠাঁই নেই
দিনরাত দুই মিঞা
বড়ে মিঞা,ছোটে মিঞা
অন্ধজনে চেনে না তা
অন্ধজন বোঝে না তা
আলো আঁধারের স্বরূপ কি
জন্মান্ধ তা বুঝবে কি
শব্দ দূষন হয় কেমন
বধীরের তা নেই প্রয়োজন
বোবার নাকি নেই শত্রু
ঈশ্বরই তো আসল শত্রু
ঈশ্বর ওদের বড়ই কৃপন
অসাড় হাতে ওদের সৃজন
নয়তো কেন বিষমদৃষ্টি
প্রতিবন্ধী তো তারই সৃষ্টি।
---------------------------