চেয়ে দেখো ঐ তোমার মেঘ
উড়ে এল আমার উঠানে
যা ছিল তোমার উঠান জুড়ে
গতকালের সেই সকালে
যে বাতাস আমায় দিচ্ছে শৈত্য
রাতে ছিল তোমার ভিটেতে
পারেনি সীমান্তের কাঁটাতার ঐ
আমাদের বিভেদ ঘটাতে
ঐ যে দেখছো দোয়েল পাখীটা
কাঁটাতারে আড়ে বসে
ঠোঁট এক দেশে লেজ এক দেশে
স্বর কিন্তু ভাসে তার
দুই দেশেরই বাতাসে
মন উড়ে বসে পাখনা মেলে
দুজনেরই দুই মাটিতে
কেন যে কর বৃথা চেষ্টা তুমি
দুুুজনের বিভেদ ঘটাতে
পারবে না পারবে না পারবে না
কোনদিনই তা পারবে না
---------------------