ছিলাম বেশ খোসমেজাজে
\হঠাৎ বেলটা উঠলো বেজে
কে? কে তুমি এত রাতে ?
গৃহস্থকে এসেছো জ্বালাতে ?
আমি আগন্তুক এসেছি বার্তা নিয়ে
কঠিন এক সমস্যার সমাধান নিয়ে
যমের এক বোন আছে - যমুনা
আমি তার হবু জামাই করোনা ।
এ্যাঁ ।
হ্যাঁ ।
আমোল দাওনি সতর্ক বাণী
মাস্ক পড়োনি মুখে
মুচকি হেসে বিদ্রূপ করেছো
করোনা আতঙ্ককে
ঘুরেছো ফিরেছো সারাদিন ধরে
হাটে বাজারে মানুষের ভীড়ে
আড্ডা মেরেছো গল্পে মেতেছো
চেনা অচেনাকে ধরে
খেয়াল করোনি  তুমি তখন
তুরিয়া আনন্দে ছিলে তখন
আমিও ছিলাম তোমার সাথে
তোমার হাত ধরে ।
হেঁচে কেশে এখন হচ্ছ সারা
এবার তোমায় করবে তাড়া
থানার পুলিশ পাড়ার লোক
দেখতে পাঠাবে অমৃতলোক
বলো কোথায় যাবে এবার
আইসোলেসন না যমের দুয়ার
দুটো অপশনেই আমি ও যম
আছি তোমার পাশে
ঠক ঠক ঠকানি শুরু হল কাঁপুনি
জড়িয়ে ধরলো গৃহস্থকে
ভয় আর ত্রাসে ।
-------------------
সমরশঙ্কর চট্টোপাধ্যায়