কবিতা আমার কেউ পড়ে না
কবিরা করেছে আড়ি ।
পাশ দিয়ে চলে যায়,
তবু _______
আসেনা আমার বাড়ি।
পথের ধারে পসরা নিয়ে
বসে আছি আমি, পথ চেয়ে
দেখে না কেউ, আড় চোখে চেয়ে
কাব্যের কারিগরি।
পাশ দিয়ে চলে যায়,
তবু ______
আসেনা আমার বাড়ি।
নিজের কাব্য নিজেই বাছি,
যখন খুশি চালাই কাঁচি,
ভাবি বোধ হয়,এবার বুঝি
হল মনকাড়া ।
কিন্তু না,সেগুড়ে বালি
যতই আমি রস ঢালি
ফিরেও চায়না কেউ সেদিকে
পাইনা কোন সাড়া ।
বোধ হয়, ওসব কাব্যই নয়
শব্দ ভিন্ন আর কিছু নয়
ভাবহীন,ছন্দহীন
ব্যার্থ এক কবিতা
ভাবের কিছু জোড়াতালি
ছন্দের কিছু কূটকাচালি
কবিকুলের বিচারে তাই
পায়না মান্যতা ।।