ওরা সব সার দিয়ে দাঁড়িয়ে,
পংক্তি সাজিয়ে
অস্থিত্ব বোঝায় টুন্ টুন্ টুনে
গলার ঘন্টি নাড়িয়ে
মহান শরীক ওরা মৃত্যু মিছিলে
জবাই হবে ফাঁস খসালে
একে একে দেবে মাথা
গিলোটিনে হবে কচুকাটা
ভাবলেশহীন নিশ্চুপ ওরা
ভবিতব্য জানে না ওরা
রক্তের রঙ্ চেনে না ওরা
রক্তের স্রোত বোঝে না ওরা
ব্যস্ত তাই মহাসুখে জীবনের শেষ আহারে
জানে না ঘনিয়েছে কাল, শমন ওদের শিয়রে
উদাস আয়ত দৃষ্টিতে কেউ
তাকিয়ে থাকে শূন্যে
এই তো ছিল কোথায় গেল
খোঁজে হয়ে হন্যে
পরম সখাকে হাঁক পেরে ডাাকে
ব্যা এ্যা এ্যা এ্যা এ্যা
-----------------------