ও চাঁঁদ, কোথা থেকে তুমি এত
রূপের বাহার পেলে ,
তোমার রূপের ছটা আকাশ জুড়ে
আলোর পেখম মেলে
তোমার রূপের ছটায়, কবি মনের ,ভাবনা ডানা মেলে
তোমার রূপের রঙ, শিল্পী মনে ,রঙের আভাস ফেলে
আমি শুধু মুগ্ধ চোখে
দেখি নয়ন মেলে
ও চাঁদ কোথা থেকে তুুমি
এত রূপ পেলে
একটু রূপ দাওনা, তোমার রূপের থেকে
আমার রূপের অপযশ, ব্যাথা ভোলাতে
যে কলঙ্ক তোমার রূপের
লাবণ্যকেে বাড়ায়
সে কলঙ্ক আমার রূপের
অপযশ ছড়ায়
ধন্য হবে আমার রূপ সেই মাধুরী পেলে
ও চাঁদ ,তাই,
তোমার রূপের থেকে আমায়
দাওনা একটু ঢেলে।
------------------------------------
বি দ্রঃ- এটাতে আমি সুরারোপও করেছি এবং আধুনিক গান আকারে
আমার "ঐ যে নীল সুদূর" নামক এ্যালবামে স্বনামধন্য শিল্পী
ইন্দ্রাণী সেন কণ্ঠ আরোপ করেছেন।