কে আমি?
কি আমার নাম?
কোথায় ছিলাম?
কোথা থেকে এলাম?
হেথায় পাঠালেন কে?
পূর্বে কোথায় ছিলাম?
কেন হেথায় এলাম?
হেথাকার কি কাম?
কিছুই না আমি বুঝিলাম!
আজি খুঁজি আমি দ্বারে দ্বারে
প্রশ্নগুলি উথলি উঠে বারে বারে
না পাইয়া উত্তর!
কত নামেই শুধিলাম
স্রষ্টা, ভগবান না ঈশ্বর?
কাহাকে করি এ প্রশ্ন
কে দিবে আমারে উত্তর!
কেন ফুল ফোটে ধরাতে?
ঝড়ে যায় তা আবার প্রভাতে;
ঝরাফুল কে চাই কুড়াতে!
কেন সূর্য ওঠে প্রভাতে
এ জগতে আলো ছড়াতে
বেলা শেষে অাঁধারে ভরাবে
তখন সেথা কে তোমারে তরাবে?
শুধু এলাম আর গেলাম
শুধু খেলাম আর ঘুমালাম,
এখানেই কি সব শেষ
না আছে আর কিছু অবশেষ!
বুঝিলাম না কিছুই বুঝিলাম
কত মানেই তো খুঁজিলাম
বুঝিলাম না কিছুই বুঝিলাম
তাই হে অসীম তোমারে শুধিলাম!
কে আপন-কে আমার পর?
কোথায় বাড়ী-কোথায় ঘর?
দিন শেষে রাখিবে
সবারে শূণ্য মাটির উপর।
কি প্রয়োজন তবে
হেথাকার বিত্ত-বৈভবে
ইমারত গড়ার ইট-পাথর!
প্রশ্ন আজি তব দ্বারে
উথলি উঠে বারে বারে
আজ কি নামে ডাকিব আমি
পাব কি উত্তর হে মোর অন্তর্যামী?
×××××××××××××××××
পল্লবী, ঢাকা-১২১৬
০৩/০৮/২০১৯ ইং