[আমার ছোট ছেলেটা অতিরিক্ত সহজ সরল, যা বলতে মানা তাই সে আগে বলে ফেলে-এ পরিপ্রেক্ষিতে লেখা]
ওরে খোকা তুইতো এখনও আছিস বোকা
ঝুলির বেড়াল বেড় করিস কেন?
ওরে তাড়াতাড়ি বেড়ালরে-
তার ঝুলিতে ঢোকা।
তা না হলে বুঝবি এখনই
উত্তম-মধ্যম সালামী কি-
মাজাদার পিটুনি খাবি ধোকা।
ওরে খোকা তুইতো এখনও রইলি সোজা
বুঝলি না তুই চালাকী-চাতুরতার কি বক্রতা?
তাইতো টুক করে তুই-লিক করে দিস
হাওয়ার বেলুনে ফুটিয়ে সুই-
ওমনি সেটা উড়ে যায় চুই!
গোপনীয়তার কি প্রয়োজন ভুলেও না বুঝিস।
আমি কেবলই জানতে পেলাম
নাইবা তাহা ধরতে গেলাম;
যে কথাটি শোনাতে মানা
সে কথাই যে গোপনে শোনাস।
ওরে খোকা তুইতো এখনও আছিস বোকা
তা না হলে হাটে হাড়ি ভাঙবি কেন?
কোথায় কি যে বলতে মানা
সে কথা তোর কি নাইকো জানা?
যা কিছু তাঁর একান্ত আপনার
তা কেন তুই প্রকাশিবি অনধিকার
এ অভ্যাস তুই আজ করবি পরিহার।