আজও মনে রহিল বন্ধু
মরমের সে বেদনা
এ মনের যে কামনা
এ মনের যে বাসনা
আজও পুরন হলোনা।
দূরাবাসে যখন যাই চলিয়া
হেথাকার সুখ ও দুঃখ ভুলিয়া
তখনও কূল না পাই ভাবিয়া;
কেন বলি-বলি করে
আজো বলা হলো না তারে?
মরমের মাঝে বাজে আজি
মরমের সে না বলা কথারাজি!
বলিতে গিয়েও যেন
কেন বলা গেলোনা?
নর হইয়া যদি
সাধিতাম তাঁকে
বেহাইয়া বলিয়া মোরে
হাসিত তো যে লোকে,
ভুলিয়া সে লাজ-ভয়
বলিতে গিয়াছি তোমারে,
বন্ধুগণ যে ধিক দেয়
আজি তাই আমারে,
আমি তাই আজিকে
বোঝাতে না পারি নিজেকে।
স্রষ্টা আজি তোমাকে
জানাই মোর প্রার্থনা
যে ব্যাথা আজি মোর প্রানে
যে যাতনা ও বেদনার রোষানলে
এ হিয়া পোড়ায়েছো বিরহনালে
তা যেন আর কাহারেও নাহি জ্বালালে।