আমি যেন কেমন
নিজেকেই মাঝে মাঝে
খুব একটা চিনিনা তেমন!
কখনও কখনও নিজেকে
মনে হয় খুব বেশী উদার,
কখনও কখনও নিজেকে
বড় বেশী পিপাসার্ত-
লাগে যেন অমৃত শুধার।
কখনও কখনও নিজেকে
কেমন যেন অপদার্থ-
মনে হয়, কিছুই পাইনি বোঝার।
আমি যেন কেমন
নিজেকেই মাঝে মাঝে
চিনিনা খুব একটা তেমন!
কখনও কখনও নিজেকে
মনে হয় অতি ক্ষুদ্র,
যখনই দেখি অসীমকে
মনে হয় মহীমার মহা সমুদ্র।
কখনও কখনও নিজেকে
মনে হয় অতি নগন্য
সমাজ-ভরা রয়েছে
কত মানি-গুনি বরেন্য;
তবুও যেদিকেই তাকাই দেখি
পঙ্কিলতা, আত্ম-স্বার্থপরতা-
আর কামলোলুপতায় ডুবছে
সমজটা যেন বড়ই জঘন্য।
তাই নিজেকে আজ কেমন
খুব একটা চিনিনা তেমন।