জানি না কবে থেকে আছো তুমি আমার ভিতরে
হয়তো
সেই সৃষ্টির সময় থেকে ,
সেই আদি অনন্ত কাল থেকে
তোমার হদিশ পাওয়া আমার মানবিক সাধ্যে কুলোয়নি
তাই
চেষ্টা করিনি কখনো
কিন্তু
নিজের কবিতায় নিজের গাওয়া গানে
তোমার ছাপ রাখার সচেতন চেষ্টা করেছি চিরকাল
নিজের মতো করে বেঁচে থেকে
তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি।
তুমি আমার কষ্টকল্পনা।
তুমি আমার সকল না পাওয়ার বেদনা
স্বীকার করছি
তোমাকে না পাওয়ার যন্ত্রনা আমাকে আজো কষ্ট দেয়
জ্বালিয়ে পুড়িয়ে একমুঠো ছাইতে রূপান্তরিত করে দেয়
মৃত্যুর পরে জীবন আছে কি
দেখা হবে সেখানেই।
তোমার পরিচয় প্রকাশ করিনি কখনো
বার বার তোমাকে ভোলার ভণ্ডামি করেছি
চিনে ও না চেনার ভান করেছি প্রতিবার
রক্তাত্ব হয়েছি।
কিন্তু অদ্ভুত শান্তি ও পেয়েছি।