আমি মানুষের প্রেমে পড়েছি
কোনো নারীর প্রেমে নয়
আমি তার গুনে গুণমুগ্ধ
তার রূপে নয়
আমি তার উশৃঙ্খলতার বাঁধা ক্রীতদাস
তার হাসির শব্দ আমার নেশা ধরায়
আদিম প্রবৃত্তি যে হয়নি তা বলা যায়না
তার সংযম আমাকে তার কাছে ঠেলে দিয়েছে
তার মনখারাপের অসুখে অসুখী হয়েছি আমি
রাত রাত ভর কান্না , বুকের মধ্যে কষ্ট
তার হয়তো একই অবস্থা
কে জানে ?
ভাবছি ভগবানের সঙ্গে ঝগড়া মিটিয়ে ফেলবো
তার হয়ে কিছু চাইতে ইচ্ছে করছে
তাকে সুখী , ভীষণ সুখী দেখতে লোভ হচ্ছে
সে হয়তো জানে না
আমি কি ভাবছি
কি করছি
কিংবা তার প্রেমে পড়েছি
না জানাই থাক
জানলে যদি মুখ ফিরিয়ে চলে যায়
জানলে যদি তার বেদনার ভাগ না দেয়
যদি বলে আপনাকে আমার হয়ে কে অসুখী হতে বলেছে।
প্রকৃতির চোখে হয়তো সে নারী বা পুরুষ।
আমার চোখে মানুষ
আসলে তার পরিচয় সবাইকে জানাতে ভয় হয়।
যদি সে এলোমেলো লেখার ফাঁকে নিজের গোপন পরিচয় খুঁজে নেয়।