আজ , তোমার সমস্ত ন্যায় এবং অন্যায় আবদার মেনে নিতে ইচ্ছে করছে।
যদি মরে গিয়েও থাকি
তাহলে তোমার জন্য বেঁচে উঠতে ইচ্ছে করছে।
বৃষ্টি হয়ে তোমাকে ভাসাতে ইচ্ছে করছে।
কান্না হয়ে তোমাকে জড়িয়ে থাকতে ইচ্ছে করছে।
ধূলিকণা হয়ে তোমাতে মিশে যেতে ইচ্ছে করছে।
পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে অক্সিজেন ছাড়া উঠতে ইচ্ছে করছে।
তোমার নাম মুখে নিয়ে আর তোমার ছবি বুকে নিয়ে।
মরুভূমির প্রখরতম তাপে আমি হাঁটতে পারছি।
তোমার না বলা কথাগুলো বুঝতে পারছি।
অফিসের কাজ এর ফাঁকে ভাবছি তোমাকেই
কখনো চায়ের কাপে
কখনো নিভে যাওয়া সিগারেটের ফিল্টারএ
কখনো ধুলো পরে যাওয়া ফাইলের ফাঁকে।
চিন্তা নেই কাজে ভুল হচ্ছে না একদম।
এলোমেলো বেপথু ইচ্ছেগুলো নিয়ে আমার আর চিন্তা নেই।
তারা নিজেরাই পথ খুঁজে নিয়েছে।
তারা নিজেরাই এতো সাবলম্বী হয়েছে যে
হতাশ হওয়া ছেড়ে দিয়েছে।
দুই শতাব্দী পরে আবার হবে দেখা।
দুই আত্মার।
নিজের ভাগ্যকে দোষারোপ না করে।
নিজেকে এই মহাবিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ বলতে ইচ্ছে করছে।