ভাগ্যের তৈরী এই জীবনের পথে
কখনো ভাবিনি অদৃষ্ট করবে নিষ্ঠুর পরিহাস
না বুঝেও কত সহজে এ হৃদয় ভালোবেসেছিল
শুধু বোঝেনি যে প্রেমের আরেক নাম সর্বনাশ
শুধু বোবা চোখের জল যখন শুকিয়ে যায়
কিন্তু অবুঝ এ মন তখনো আশা ছাড়ে না
অনুরাগ অন্ধ এই হৃদয় তখনো বলে
ভালোবাসা যে কখনো শেষ হয়ে যায় না
তাই হয়তো তুমি আজ খুবই সুখী
এগিয়ে গেছো এই জীবন পথে
কিন্তু তোমার এ সুখে খুশি আমিও
আমাদের কে আজো বাঁচিয়ে এ বুকে
শুধু যখন তুমি ফিরে তাকাও
আর দুচোখ ভরা শুধুই প্রত্যাখ্যান
ভেবে পাইনা আজো আমি
কি উত্তর এ করবো এই দূরত্বের সমাধান
কি ভাষায় লিখবো অভিযোগ এ আমার
আর কি করে করি আজ অনধিকার অভিমান
দিগন্তের সূর্যাস্তে ফুরিয়ে গেছে আমাদের সেই দিন
তোমার নীরবতাই হয়তো তার শীতল প্রমান