তোমার আমার জন্মদাগ
মিলিয়ে গিয়েও বলছে থাক , থাক
আমার শরীরের ঘাম
তোমার হাতের রেখায় বেঁচে ছিল
নিশ্বাস নিচ্ছিল , হাঁপাচ্ছিলো , দৌড়োচ্ছিল
আপ্রাণ চেষ্টায় ছেঁড়া ছেঁড়া মেঘ
সূর্যকে গোঁতাছে , কামড়াচ্ছে
দাঁতে , নখে করে ফালাফালা করছে
বলছে পালিয়ে যা
এবার আমাদের পালা
স্বেদবিন্দুর রেখা সীমান্ত পেরিয়ে
দেশান্তরী হবার প্রতীক্ষায়
বলে যাওয়া কথাগুলো
নোনা জ্যোৎস্নার কোলে
অভুক্ত অপেক্ষায়
বলছে।......
শরীর এবার জাগো
বড়ো কষ্ট
ঘুমহীন রাত
অন্তহীন বেদনার সাগর পেরিয়ে
মিশে যাবে চাঁদনীতে। .....
আজ তারা সমাজের বেড়াজাল ছিঁড়ে
নিজের মতো সংসার বাঁধবে।