তোমার শীতল দূরত্বের আগুনে জ্বলছে এই মন আমার    
ফুরিয়ে এসেছে অবুঝ চোখের জল তবু কথা দিলাম অপেক্ষায় থাকবো তোমার। .

আবেগ এর জোয়ার এ একটু বেসামাল এই জীবন ভেলা  
বাস্তব এর এর ঝড়ে পথ হারিয়েছে আমার ভালোবাসা।


হয়তো ফুরিয়ে গেছে বোকা ঝগড়ার ওই দিন আর খুনসুটি ভরা রাত।
শাসন মেশানো ওই দুচোখ আর আমায় আগলে রাখা ওই হাত

সব জেনেও তোমাকে আবার করে জানতে চাওয়া।
বারবার কাছে পেয়েও আবার তোমাকে সেই প্রথমবারের মতো পাওয়া।

অতীত এর পুরোনো পাতার ধুলোয় মিশে গেছে সব প্রতিশ্রুতি।
তোমার জীবন উপন্যাসে এর সূচিপত্রে আমি এক অসমাপ্ত পরিণতি।

আমার শত জন্মের মূল্যেও যেন তুমি থাকো সুখে
আমার শেষ নিঃস্বাস এর বিনিমযে ও যেন জল না আসে ওই দু চোখে।