চলো হারিয়ে যাই পৃথিবীর সেই রোদ্রকরোজ্জ্ল প্রান্তে
চলো বেড়িয়ে আসি নীহারিকার দিগন্তে
যেখানে আমার জন্য অপেক্ষা করে আছে একরাশ তাজা ফুল
যেখানে শপথ নেবো এই বলে যে আর করবোনা কোনো ভুল
যেখানে দিনগুলো হবে দীর্ঘ আর রাতগুলো হবে ছোট
যেখানে কথা বলবো প্রচুর আর থাকবেনা কিছু অস্ফুট
যেখানে থাকবে গান কবিতা আর সুন্দর ছবি চারিপাশে
রামধনু স্বপ্নের তুলি বুলিয়ে ঘুম আসবে কাজের অবকাশে।
প্রত্যেকটা সকাল নিয়ে আসবে নতুন প্রতিশ্রুতি
প্রত্যেকটা বিকেল গাইবে প্রাণের মঙ্গলগীতি।
চলো একবার ঘুরে আসি রূপকথার সেই দেশে।
যেখানে বন্ধুত্ব লুকিয়ে আছে সুখের ছদ্মবেশে