আমার হৃদয় আজকাল প্রার্থনার ভাষা ভুলে গিয়েছে
হে ঈশ্বর , তোমার সামনে আজকাল নতজানু হওয়া ভুলে গিয়েছে
তোমার জন্য , তোমার জন্য
প্রার্থনার বদলে বিদ্রোহের ভাষা শিখে নিয়েছে
আমার চোখ অবিশ্বাসীর মতো ভ্রাম্যমান পথিক হয়ে
তোমার শরীরের নিষিদ্ধ গলিতে ঘুরে বেড়ানো পছন্দ করছে
আমার সবকিছু ,
অতীত, ভবিষ্যৎ আর বর্তমান
কবে থেকে তোমার নামে হস্তান্তরিত হলো জানি না।
পুরো দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে
আমার নিঃশ্বাস আজ তোমার দিকে
বাতাসের থেকেও তীব্র বেগে ধাবমান
যখন আমি আমার চোখ বন্ধ করছি
তোমার স্বপ্ন আমার হৃদস্পন্দনে পরিণত হচ্ছে
এটুকুই শুধু আমায় বলে দাও তুমি ,
তোমায় পেয়ে কোথায় মুখ লুকোই আমি।
শুধু সেই জায়গাটা বলে দাও যে
কোথায় গেলে তোমায় পাই আমি।