আমার শরীরে রোদ , মনে বৃষ্টির আশা।
পায়ের পাতায় ক্ষত ঢেকে রেখেছে আজন্মের শ্যাওলা।
খুঁটে খাচ্ছে শামুক , ঠুকরে যাচ্ছে ছোট ছোট লাল নীল মাছ।
আমাকে মৃত ভেবে দয়া করছে এরা।
পাতাঝরার মরশুমে কবে ঝরে গেছে আমার যৌবন।
নীলাভ নরম রড আজ অতীত।
কবে কে বলেছিলো বোগেনভেলিয়া আর গোলাপের মধ্যে একটাকে বেছে নিতে।
আমি ক্যাকটাস বেছেছিলাম।
যত্নের দরকার কম হয় তাই।