খাদের কিনারায় দাঁড়িয়ে খুঁজেছি নিজের অস্তিত্ব বারংবার/
আমি কে সেই যে আগেও ছিলাম , এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো/
ছায়ার মতো , নিশ্বাস প্রশ্বাস বিহীন অনুভূতিহীন , আবেগ এবং যন্ত্রণাহীন কি থাকা যায় আদৌ?//
নাকি ভেতর থেকে নিজেকে বিনাশ করার এই ক্লান্তিহীন অবিনাশী , বীভৎস প্রয়াসে আবার শামিল হতে হবে/
কখনো শরীর কখনো মন কখনো না দেখা না স্পর্শ করা আত্মা কে কি আদৌ কষ্ট দেয়া সম্ভব , না পুরোটাই আমার কল্পনা , অস্তিত্বহীন কঠোর বাস্তব/
উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্তিহীন এই মন ঘুমোতে চাইছে বারবার , না পালাতে চাইছে এই দম বন্ধকর , শ্বাস রুদ্ধকর পরিস্থিতি থেকে /
হয়ত আজ আবার আরেকটা প্রশ্ন রয়ে যাবে সঠিক উত্তরের অপেক্ষায় /
হয়ত কাপুরুষ সত্তা আবার পরিস্থিতির শিকার বলে এই সব প্রশ্নের মৃত্যু পরোয়ানা জারি করতে চাইছে , ঠান্ডা ঘরে পাঠাতে চাইছে চিরকালের মতো /
হয়ত সব প্রশ্নের উত্তর দেয়া সমীচীন নয় , নায্য নয় , বাঞ্ছনীয় নয় , তাই/
নীরব থাকার এই শতাব্দী প্রাচীন প্রয়াসে শামিল হতে আমি আর লজ্জিত নই , একাও নই , সংখ্যাটা বাড়ছে ক্রমশই , যদিও গর্বিত নই একদম //
শুধু কটা আয়না ভাঙতে হবে / যাক বিশ্বাস ভাঙার চাইতে তো অনেক বেশি সহজ //