চাহনিতে এত ক্ষোভ  জমা?
এত রাগ আর এত অভিমান?
পুষে রেখেছ এত কাল ধরে?
তুমি পারও বটে!
সময় পেরিয়ে গেলে যে সব ফিকে হয়
তা হয়ত তোমার অভিধানেই নেই-
নীলাদ্রী।
সাগরের এক ফোঁটার মত হতে পারবে না
পারবে না সুবিশাল আকাশের মত হতে
পারবেনা বৃক্ষের মত উদার হতে
শুধু পারবে এক বক্ষ পুঞ্জ ক্ষোভের গুঞ্জ ছড়াতে
তাই বলে এত রাগ আর অভিমান
কোথায় রেখেছিলে শুনি?
'এত' পেয়েছ কোথায়?
কেমন আছ আজ? -নীলাদ্রী।
এ ভার সইতে পারবে ত বাকীকাল?
তোমার অভিমান আর তুমি-
থেকো সুখে!
দুঃখ তোমায় স্পর্শ করবে না-আমি জানি।
ভালো থেকো-নীলাদ্রী।