বিচ্ছিন্ন লোমগুলো উৎকন্ঠিত
নিঃসরন দ্রুত এনজাইমগুলোর
দ্রুত হৃদকম্পন, সজোরে
প্রকম্পিত।
অদৃশ্য কারন গুলোর আগমন
ধব্বনি কানে বাজে মুহূর্তেই
প্রচন্ড শব্দে, তীব্রতায়
উৎক্ষেপিত।
থমথমে পরিবেশের অংশবিশেষ
অংগ অবশ হয় ক্ষনকালেই
ধীরগতির জীর্নবাদ্য, ঝংকায়
তরংগিত।
প্রস্তরের ঘাতে ক্ষয়ে যাওয়ার রেশ
সুবচনেরা নিহত পরক্ষণেই
অভিলাষের অপঘাত, প্রচ্ছন্নতায়
আড়ষ্ট।