প্রেম যেন বিভীষিকাময়
উচছ্বাস ও বাধাহীন প্রাণের বিপরীতে ছুটে চলা
গতিহীন এক যন্ত্র দানব ।
আধারের অন্তরালে,
লুকিয়ে থাকা অভিশপ্ত আর্তনাদ
এ যেন হাজার বছরের ছুটে চলা বুভুক্ষ হৃদয় নিংড়ানো একেকটি রক্ত পদ্ম
চেতনার মুখোশে অচেতন দেহ-প্রাণ ।
সর্বদা দোদুল্যমান কৃষবর্ণ ধূসর হাসি,
যেন প্রেমহীন এক অনুরাগী উপাখ্যান!