জীবনের পড়ন্ত এক বিকেলে
হঠাত মনে হল,আমি কি যেন হারিয়েছি
আমি কি হারিয়েছি?
আচ্ছা,আমি আসলে কি হারিয়েছি?
আমি দেখলাম,
আমার সামনে একদল যুবক-যুবতী
আমি দেখলাম,
একদল সদ্য ফোটা নগ্ন পুষ্প
আমি আরো দেখলাম,
একদল শালিক যারা নির্ভয়ে উড়ে যাচ্ছে।
আমার অতীতের কথা মনে পড়ে গেল
আমার স্মৃতির খাতায় আর বেশি পাতা বাকি নেই
আমি জানি।
তবুও আমি আশাবাদী।
তাই আমি আজ চাইছি কিছু বিধাতার কাছে
তাই আজও পথপানে চেয়ে থাকি
আমি কিছু একটা চাই,চাই ফিরে পেতে
কিন্তু আমি আসলে কি চাই?
আমি ফিরে পেতে চাই উল্লাস।
অসীম,অন্তহীন উল্লাস।
শুধুই উল্লাস।