নিজেকে বিকিয়ে দিয়ে
পাওয়া যায় তারে,
অতৃপ্ত হৃদয় থেকে হৃদয়ে
থাকে সে হৃদ-মাঝারে।
নিজের সাথে লুকোচুরি করা,
নিজেকে হারিয়ে বারে বারে গড়া।
শেষতক বহুকালের জমানো -
হিসেব মেলানোর পালা!
রঙহীন কায়া- তাতে ওড়ে
গৃহহীন পথিকের কেশ-চুল।
অনার্দ্র উদ্ভিদকুল,
এক লহমার ভুল।
বাতাসে ঘনীভূত রঙ, নির্যাস রুপের
প্রগাঢ় অনুভবের, মোহাচ্ছন্নতার!