"ঈশ্বর"
অস্ফুট আর্তনাদ কিংবা চাপা হাসিতে
তিনি আছেন- ধনী বা ছিন্নেরও পাতে
মূর্ত প্রতীক হয়ে। সকল অন্যায়-অবিচারের
সমাপ্তি তার হাতে।
"পরিব্যাপ্তি "
ভ্রাম্যমানের ন্যায় অর্ধ শতাব্দী পার
বাকি অর্ধেক স্থিতধী
এভাবেই পরিব্যাপ্তির সমাপ্তি
যুগের সাথে সন্ধি।
"সামুদ্রিক "
সমুদ্রের চিকচিক করা সহস্র বালুরাশি
আর বেলা শেষে রাজ কাকঁড়াদের আনাগোনা
খুঁজে ফেরে প্রতিনিয়ত
ঢেউখেলানো শুভ্র ফেনা - পানি লোনা।