'আলোছায়া'

আঁধার রাত্রির অবসানে
আসবেই  সৌর-শিখা
ঝিলিক দেবে পাতার ফাঁকে
খেলবে আলোছায়া।

'অবাক চাহনি'

আমি পদ্য তোমার পড়িনি
শুধু দেখেছি চাহনি
অবাক করা চাহনি
তোমায় বলা হয়নি।

'ভূমি'

শেষ কবে মেখেছিলাম জানি না
অঙ্গে
বিভুঁইয়ে ও সাথে আছো,থাকবে
চিরকাল মোর সংগে।