অনেক কথার ফুলঝুরি থাকতেই পারে
থাকতে পারে অকাট্য চর্বিত চর্বণ
অভিলাষের অব্যর্থ নিশানা
কিন্ত তাতে কবিতা নেই।
আনাগোনাদের ভীড়ে, দারুন ইচ্ছে জাগে
পরক্ষণেই পরিত্যাগ। কারণ,
তাতে কবিতা নেই।
নেই উপমা, সূচনা কিংবা অবতারনা
আছে একদল বিক্ষিপ্ত মৃত পতংগসদৃশ
কর্কটরোগ গ্রস্থ ভাবনাদের সমাবেশ।
তাতে আছে ঘৃনা আর
অবজ্ঞার একচ্ছত্র আবেশ
কিন্ত তাতে কবিতা নেই।
শূন্য জলধি আছে, নিস্তরঙ্গ
সুন্দরের ইচ্ছে পদ্ম গুলো
নির্জীব সেথায়-
কারণ তাতে কবিতা নেই।
কবিতারা ঈষৎ ভস্মীভূত, ভীতসন্ত্রস্ত
অদৃশ্যের আশ্রয়ে আশ্রিত- তাই ত
জীবনের আর কোন সমার্থক নেই
কারন তাতে কবিতা নেই।