মৃদু মন্দ বাতাস
তাতে গা এলিয়ে দেয়া
সুখের নীড়ে কিছুক্ষণ
নিজেকে ভাসিয়ে দেয়া।
ধীর নিঃশ্বাস ফেলা,অলস চোখের পাতা
ক্রমান্বয়ে পাতার কালি মিশে যাওয়া
মন ভারমুক্ত, চুপচাপ শান্তিময়
রূপ-রস-গন্ধ খুঁজে পাওয়া।
শান্ত নিশ্চল সবুজ ছায়াঘেরা
পাতার মর্মর শব্দ গহীনে বাজে
ছোট বাবুই এর দল ঘরে ফেরে
বিদায় দিবস আঁধারের মৌন সাঁঝে।
ক্লান্তিহীন এ প্রকৃত অনুভূতির মাঝে
জীবন তার হারানো অর্থ খোঁজে
খুঁজে পেয়েছি আমি হর্ষ-মুক্ত গুলো
তার মালা গেঁথে তাই দু'চোখ বোজে।