দৃষ্টিহীনের দৃষ্টি
নিয়াছে সে। করেছে সর্ব-শান্ত
তবুও দৃষ্টিহীনের দৃষ্টি নিবদ্ধ
তাঁর পানেই আবদ্ধ!
মাতৃত্বকে হরণ করিছে সে
কেড়েছে তার একমাত্র সম্বল।
তবুও আজও তাহারেই স্মরণ
ক্ষণে ক্ষণে, আমরন।
পিতৃহীনের পরিচয় যে সে
অনাথার শেষ আশ্রয়-তাকে ঘিরে
রচিত হয় -শ্লোক, আয়াত যত
কল্পনায় অবিরত।