যদি মৃত্যুকে আলিংগন করতে করতে
কিছু বলা যেত, তবে আমি বলতাম,
"স্রেফ ভালোবাসি"
তোমাকে স্রেফ ভালোবাসি।
তোমার জন্য বিশাল পাথর খন্ডের উপর আছড়ে পড়া ঢেউকে বলতাম,
আমি আমার প্রেয়সীকে স্রেফ ভালোবাসি।
প্রচন্ড ঝোড়ো হাওয়ায় উপড়ে যাওয়া দেবদারু বৃক্ষের শিকড়কে বলতাম,
আমি ভালবাসি।
আকাশ ঘেরা সর্পিলাকার নক্ষত্ররাজিকে বলতাম,
ভালবাসি।
মেঘদূতেদের দলকে বলতাম ভালবাসি।
বজ্রাঘাতে আহত তীক্ষ্ণ বাজপাখিকে বলতাম,
ভালবাসি।
মরুর বুকে তৃষ্ণায় মৃতপ্রায় ক্যাকটাস গুলোকে বলতাম - ভালবাসি।
সিয়াচীনের হিম হাওয়াদের বলতাম
আমি স্রেফ ভালবাসি।
এই বিশ্ব জগতের সবকিছুই আমার ভালোবাসার সাক্ষী হতো।
অনন্ত, অক্ষয়, অবিনশ্বর
ভালোবাসার।
স্রেফ ভালোবাসার।
তোমার জন্য
স্রেফ ভালোবাসা।