ঝরছে অঝোর ধারায়
সিক্ত দু'নয়ন মাঝে -সকাল সন্ধ্যা সাঁঝে,
অবিরত- ঝনকার বাজায়, মন যেন তায় হারায়।

ফুল,পাখি আর সব স্নেহময়ীরা
পেল নতুন জীবন, কাব্য পেল সুধা
রূপ, রঙ,  নির্যাস যত তত -বন হারালো তাতে
প্রতিটি ভ্রমর আজ নাচে।

পতংগভূকও আজ পরাধীন, স্নাত অবিরত
নব উন্মাদনায় পরত-পরত,
মধুমালতীর দল যত-বিছায়
শত পাঁপড়িরা মৃত্তিকা ভেজায়!

বৃক্ষের মিছে আশা নিবারনে,
বারিদ ঝরেছে,  মেঘমালার দীর্ঘ শয্যান্তে।
প্রকৃতি পেল অপরুপ রূপ সুধা - মনে মনে
ক্ষান্ত তাই, সর্বশান্ত- শ্রাবণের আলিংগনে!

*********-------*********