অপেক্ষার প্রহর নাহি হয় শেষ
ফুলের পাঁপড়ির ঘ্রাণ নিঃশেষ;
অবশেষ।
মায়া-মন্ত্র মৌন সম্মতি
অনিষিক্ত অভিলাষ;
অবশেষ।
বিস্মৃতির অতল, নব উন্মাদনা
সময়ের ঝিনুকচূর্ণ পরিশেষ;
অবশেষ।

উষ্ণ আলেয়া-কুহেলিকা
বিতৃষ্ণার অমিয়বানী বিশেষ;
অবশেষ।
উৎক্ষিপ্ত বারিদকণা, শুভ্র ধূম্রপুঞ্জ
অনন্ত তাম্রলিপির সুবাস, অশেষ;
অবশেষ।
ক্ষয়িষ্ণু সভ্যতা, শীর্নকায় প্রতিবেশ
দ্বারপ্রান্ত ধবংসাবশেষ;
অবশেষ।