সত্যিকারের ভালোবাসার কোন রঙ নেই
নেই তাতে অহেতুক আলপনা কোন
নেই কোন মিথ্যের আবরন
অতিরিক্ততার প্রলাপন।
আমি পেয়েছি সত্যিকারের স্নেহ
মমতাভরা সান্নিধ্য
যাতে মিশে আছে নব ঝরণার প্রসবন ধারা
অযথা ভাললাগা
দেখে জলে ভেজা হিজল ফুলের পাতা।
ভালোবাসার পরিপূর্ণতায়
কাব্যিক মোহনীয়তার সুর
বাতাসে উড়ছে বকুল
এ প্রাণ আনন্দে ব্যাকুল
আজি তাই একাকী নিরালে
নিজেকে ভাগ্যবান
ভেবে যাই অন্তরালে।
কত যে জন ছাড়িছে ঘর
বাঁধিছে নতুন বাসা
কেউ পেয়েছে ,কেউ পায় নি
সত্যিকারের ভালোবাসা!