নীল আকাশ, বর্ণচ্ছটা ;
কল্পনার ক্যানভাসে
রঙ তুলির আবেশ।
ব্যাকুল প্রাণ- ঝরা পালকের ন্যায়
মিশেছে সমুদ্রের ফেনারাশির সাথে
যেখানে লাল কাঁকড়ার সমাবেশ।
দিপ্তীশিখার আগুন ঝরা ছবি
মৃদু বাতাসের প্রতিক্ষায়।
জেগেছে সাগরলতা চরের বুকে
আহা! উড়ছে প্রেয়সীর এলোকেশ।
খেয়ার মাঝি নিরুদ্দেশ
তাতে বুনো বকের শেষ আশ্রয়।
হঠাৎ দৃশ্যমান নয়ত না -
বালুচরের একাকীত্বের দিন আজ শেষ।
তপ্ত রোদ চাইছে ছায়ার স্নেহ
হিজল বনে পাখির কলতান।
একদিকে অসীম সমদ্রের ঢেউ
অপরদিকে স্বর্গভূমি - অনিন্দ্যসুন্দর এক দেশ।