বসে আছি একাকী,আনমনা কিছুক্ষণ
নেই কোন তাড়াহুড়ার কারণ
অযথা সময়ক্ষেপণ।
দূরে দেখা যায় কিছু
মেঘেদের চারণ
জংলী হাঁসেরা কাদা পানিতে
করে তৃষ্ণা নিবারণ।
আজ তেমন বিশেষ কাজ নেই
শুধু অসহায় নিশ্চল
অবলোকন ;
নানা রঙের সময়ক্ষেপণ।
বিমূর্ত মূহুর্তগুলো
উঁকি দেয় কারণ-অকারণ
উড়ো চিঠির প্রত্যুত্তর দেয়া বারণ
তাই একা বসে-সময়ক্ষেপণ।
সন্ধ্যার আকাশে সিঁদুরে মেঘ
তাতে কালচে কালির লেপন
তার কয়েকটি ফোঁটা চোখে মুখে
অপূর্ব সময়ক্ষেপণ।
এখনো,
বসে আছি একাকী,আনমনা কিছুক্ষণ
নেই কোন তাড়াহুড়ার কারণ
অযথা সময়ক্ষেপণ।