সর্বজয়ী আলেকজান্ডারের রথের চাকাও
থেমে গিয়েছিল। তোমাকেও থামতে হবে!
হে অবিচারি শাসকশ্রেনী!
সময়ের তরবারি তোদের শিরচ্ছেদের জন্য
লেলিহান আগুনে তপ্ত হচ্ছে!
বাতাসে মিশে যাওয়া প্রতিশোধের কুন্ডলী পাকানো ধোঁয়া তোদের দুঃস্বপ্নে গ্রাস করবে!
তোমাকেও থামতে হবে!
শনির রাহুগ্রাসে, শত মৃত্যুর আলিংগনে,
তোদের জন্য নরককুন্ড প্রস্তুত হচ্ছে,
সময়ের কাঁটা তাই ধীরে চলছে।
শত প্রহ্লাদ আর নিষিদ্ধ হাসির মাঝে
সময়ের কাঁটা তাক করে চেয়ে আছে
তোদের দিকে।হবেই হবে তোদের শেষ!
অবিচারপ্রাপ্ত আর শোষিতের চোখের পানিতে
তোদের সলিল সমাধি রচিত হবে অচিরে।