মশক-মশকীদল ভন ভন করছে,
ক্লেদাক্ত জীর্ণ কায়া আজ ভুলুন্ঠিত
ক্ষিধেগুলো অপেক্ষার পর
মৃত কষ্ট মূষিক প্রসবরত।
ক্ষণে ক্ষণে যাদের মৃত্যুর ত্রিসীমানা
তাদের ঘরে আবদ্ধতা -
নিছকই ছলনা।
হয়ত আমি-তুমি খেলছি খেলা,
হয়ে উন্মাদ মাতোয়ারা ;
বসে চূড়া গহীনে, বাজিয়ে শব্দ জব্দ
না হয় বদান্যতার খোলস গাত্রে
হত বিহব্বল স্তব্ধ।
মাখলুকের উৎসবঘেরা চর্ম-পাত্রে।
যারা সদা বাঁধে মরণ, আপন ঠিকানায়
তাদের আবার কিসের ভয় "করোনায়"?
ক্ষুধাই তাদের পরম দেবতা,
যারই জন্য সবের আরাধনা।
অনিষিক্ত ইচ্ছেগুলো, মরছে চোখের বিষধনুকে,
হস্তদ্বয় রয় লয়ে - লাজ শেষ
চাওয়ার ক্ষমতা এখন প্রায় নিঃশেষ
বারুদ, রক্ত, গন্ধ শেষ করে ওরা আজ ঘুমায়
হিমশীতল মানবতা দেখা দেয় প্রচ্ছন্নতায়
দেখা হোক তবে তোমাদের -আমাদের
এই মহামারী শেষে - শব যাত্রায় ফের।