[ এই পথচলায় যাদের অনুপ্রেরণায় এত দূর পথ অতিক্রান্ত হয়েছে তাদের উদ্দেশ্যে হৃদয় নিংড়ানো অকৃত্রিম শুভেচ্ছা]
আজ দিনান্তে, রাত্রি অন্তে
এক বুক ভাললাগা বাজে
হৃদয়ের হু হু প্রান্তরে।
রেখে যাই উষ্ণ ভাললাগা,
গভীর শুভেচ্ছা।
শত হইলো পূর্ণ,
কত হইলো চূর্ন,
তবুও শুভেচ্ছা।
একরাশ ভালবাসা।
অনেক কথা,কাব্য সুধা, ফুলঝুরি
বাক্যালংকার, ছন্দের পাতাল-পুরী।
ভালোবাসা অফুরান।
শুভেচ্ছা অনির্বাণ।