শীতের আগমন,
হু হু সমীরন!
উষ্ণতা চাইছে দেহ
একটু আড়াল দাও কেহ।
সন্ধ্যে নামার পর
পিঠে-পুলির ধুম,
সারারাত আগুন-উতসবে
মেতে সবাই রবে।
কবি-গদ্যকারেরা ধুম্রমেলা বসাবে
তামাক-চুরুটের মহাআনন্দে,
অতীত কাহিনী আর ভরা জোছনা
কী যেন এক অদ্ভুত মূর্ছনা!
একপেশে গল্পগুলো শেষে,
সারমেয়গুলোর অট্টহাসি অবিরত।
কখন যে ভোর হল তাই,
ভেবে যাই, ঠান্ডা পোহাই।
দু'চোখ ভরা রাজ্যের ঘুম জমা
এখনো কুয়াশা- শিশির রমরমা,
এমন শীত কেনো রয় না অবিরাম
নব ভোরে,কলতানে আবার মুখরিত - ধরাধাম!