আঁধারে আলোকবর্তিকা হাতে
যাচ্ছে একা হেঁটে
ছড়িয়ে প্রদীপশিখা
জ্ঞানের শাখা-প্রশাখা।
সয়ে শত যন্ত্রনা,ক্লান্তি অবিরাম
শীত,গ্রীষ্ম,বসন্ত,হেমন্ত নেই আরাম।
সব দিয়ে সে চিরসুখী
অল্পতেই নাকি তুষ্টি
তাদের পরশে কত জ্ঞানী,গুনী,আমলা আর যোদ্ধা
শিক্ষক - তাকে জানাই বিনম্র শ্রদ্ধা।