মন মন
অচেতন, দিন শেষ,
শিহরণ।
কাজলাক্ষী নিরুপমা
তৃপ্তি, আবরন।

মন মন
উচাটন, রাত শেষ,
আহরণ ।
সৌরভ,মায়াময়
ক্লান্তি, নিবারণ।