যেথায় শান্ত নদী গান গায়
যেথায় কুঞ্জলতা ডাকে আয়!আয়!
সেথায় আমার ঠিকানা
শেষ আশ্রয়, চেয়ে দেখো না!

যেথায় মাটির টানে শিকড় হাসে
যেথায় রক্তজবা বাতাসে ভাসে
সেথায় আমার শেষ যাত্রা
শেষ ঠিকানা, মেঘ দিয়ে যায় এ বার্তা!

যেথায় শিশির বিন্দু ঘাসে মিলায়
জোনাকির দল আলোক ছড়ায়
সেথায় আমার অগ্রযাত্রা
শেষ গন্তব্য, কালের অন্তিম মাত্রা!

যেথায় পরশপাথর রয়েছে জেগে
ঝরনা ধারায়  প্রবল বেগে
সেথায় আমার শেষ ঠিকানা
মিশে যাব তাতে, চেয়ে দেখোনা!

যেথায় রং-বেরং এর স্বপ্ন ঘুড়ি
উড়ছে আকাশে, দিচ্ছে পাড়ি
সেথায় আমার শেষ ঠিকানা
শেষ ঠিকানায় শেষ অজানা!
===============