সাদা তোতাপাখিটা দূরে চলে গেল।
সাদা তোতাপাখিটা দূরে চলে গেল।
আজ হায় শূন্যতায়
এ হৃদয় ভরে গেল।
গত বছরেও সে হেসে খেলেছিল
আজ তাই মনে পড়ে
জলে ভেজে আঁখি আমার
সেবারেও ভিজেছিল।
সাদা তোতাপাখিটা দূরে চলে গেল।
ছোট পাখি আমার অনেক
কথা শিখেছিল।
আদুরে ডাক দিয়ে সে
মন ভুলিয়েছিল।
হঠাৎ এক ঝড়ে সে হারিয়ে গেল
পাখি আমার চক্ষু বুজে
নীরব হয়ে গেল।
মা পাখিটা আজো আছে, কষ্ট বুকে নিয়ে
নিদারুণ কষ্ট সে যে
বুজবে না কিছুতে!
সাদা তোতাপাখির স্মরণে লেখা হল কবিতা
সবই আছে আগের মত, নেই শুধু পাখিটা!
চোখের জলে বেদনার রঙ দিয়ে লিখলাম আমি
এ হৃদয় নিংড়ে কতখানি -জানে অন্তর্যামী!

★★★★★★★★★★★★★★★★★★★